Read Time:1 Minute, 2 Second
বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুধু নিজের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষই নয় এমনকি তাঁর দেখা সেরা অধিনায়কও বলে দাবি করলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তিনি বলেন, বিসিসিআই সভাপতির মতো সাহসী ব্যাটসম্যান তিনি দেখেননি। গোটা বিশ্ব জানে শর্ট বলে দুর্বলতা ছিল সৌরভের। তাই, সৌরভকে শর্ট বলই বেশি করতেন বোলাররা। তাও প্রতি ম্যাচে ওপেন করতে নেমে যে সাহসিকতার পরিচয় তিনি দলের বাকিদের কাছে তুলে ধরতেন সেটা দৃষ্টান্ত বলেই মনে করেন শোয়ে। লড়াকু প্রতিপক্ষ পছন্দ করেন তিনি আর সৌরভ গাঙ্গুলি সেই তালিকায় অন্যতম ছিলেন।
