0
0
Read Time:52 Second
IPL–এর টাইটেল স্পনসর ভিভো বিদায় নেওয়ার পর মূল স্পনসর হওয়ার জন্য রিলায়েন্স–সহ একাধিক সংস্থার নাম উঠে এসেছিল এর আগে কিন্তু এবার বাবা রামদেবের সংস্থা পতঞ্জলির নামও সামনে এল । একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই জানান পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা । তিনি বলেন, পতঞ্জলি ব্র্যান্ডকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলার জন্য তাঁরা IPL–এর মূল স্পনসর হওয়ার সবরকমভাবে চেষ্টা করতে চান । খুব শীঘ্রই নাকি এ ব্যাপারে বোর্ডের কাছে প্রস্তাবও পাঠাচ্ছেন তাঁরা।