আফগানিস্তান থেকে আমদানি বিপর্যস্ত হওয়ার ক্রমাগত ড্রাই ফুটের দাম বৃদ্ধি হচ্ছে ভারতের জম্মু-কাশ্মীরে । ভারত ড্রাই ফ্রুট আমদানির জন্য আফগানিস্তানের ওপর নির্ভরশীল। তবে বর্তমানে তালিবানদের করায়ত্তে আফগানিস্তান। এককথায় তালিবানরা ক্রমাগত স্বায়ত্তশাসন চালানোর চেষ্টা করছে আফগানিস্তানে। যে কারণে ইতিমধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তানের। বর্তমান সময়ে তৈরি এই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে রপ্তানিকৃত পণ্য সামগ্রী রপ্তানি ব্যাহত হওয়ায়, ক্রমাগত ড্রাই ফুটের দাম বুদ্ধি জম্মুতে। যার ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে জম্মু-কাশ্মীর বাসিকে। কারণ শুষ্ক ফল আমদানির ক্ষেত্রে এক কথায় আফগানিস্তানের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ভারত।

জম্মু-কাশ্মীরের শুষ্ক ফল বিক্রেতা সমিতির সভাপতি জ্যোতি গুপ্তা জানিয়েছেন, ‘শেষ ১৫ দিনে আফগানিস্তানের বর্তমান কঠিন পরিস্থিতির জন্য ভারতে শুষ্ক ফলের আমদানি বিপর্যস্ত হয়েছে । তবে গ্রাহকদের তা বোঝানো খুবই কঠিন বিষয়, যে ঠিক কি কারণে মূলত ১০ দিনের মধ্যে এক কেজি ড্রাই ফুটের মূল্য ২৫০ টাকা পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তবে এই বিষয়ে আমরা একান্তই অসহায়। আর সেই কারণেই এই কঠিন পরিস্থিতিতে গ্রাহকদের সঙ্গে সমস্ত ঝামেলা এড়াতে আমি পুনরায় সমস্ত মূল্য তালিকা সংশোধন করেছি।