দেশের সেরা বিশ্ববিদ্যালয় ‘কলকাতা বিশ্ববিদ্যালয়’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 57 Second

দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম কলকাতা বিশ্ববিদ্যালয়| আর সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে আরও একটি পালক জুড়লো| বিখ্যাত ‘সাংহাই ৱ্যাঙ্কিং ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ২০২০’ তে প্রকাশিত হলো সিইউ অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম|উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়| ভোটের মরসুমে সমস্ত ঘটনা যেখানে চাপা পড়ে যায়, তারই মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পাওয়া নিয়ে খুশি রাজ্যের শিক্ষার্থী তথা বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও| গত বছর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশিত এনআইআরএফ রাঙ্কিংয়ে প্রকাশিত তালিকায় শীর্ষ স্থান দখল করেছিল JNU অর্থাৎ দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম ছিল সপ্তম স্থানে| এক বছরের মধ্যে পুরো চিত্রটাই বদলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান সপ্তম থেকে উঠে এসেছে তৃতীয় স্থানে|

এর পরের দ্বিতীয় স্থানেই রয়েছে দিল্লী বিশ্ববিদ্যালয়,আর জেএনইউ রয়েছে তৃতীয় স্থানে|দুৰ্ভাগ্যবশত,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সেরা দশের মধ্যে নেই|তবে সাংহাই ৱ্যাঙ্কিং ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ২০২০’ র রেকর্ড অনুযায়ী, সেরার শিরোপা পেয়েছে IISc ব্যাঙ্গালোর,দ্বিতীয় স্থানে IIT মাদ্রাজ, তৃতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে দিল্লী বিশ্ববিদ্যালয় ও IIT দিল্লী,ষষ্ঠ স্থানে IIT খড়্গপুর,এবং সপ্তম স্থানে রয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়| অবশ্য বিশ্ব সেরার স্বীকৃতি পেয়েছে হার্ভাড ইউনিভার্সিটি| ‘সাংহাই ৱ্যাঙ্কিং ওয়ার্ল্ড ইউনিভার্সিটিস ২০২০’ তে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থানে,এ নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করেছেন| কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত শিক্ষক,গবেষক, পড়ুয়া সকলকে অভিনন্দন জানিয়েছেন তিঁনি|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তবে কি এবারেও ভারতে হচ্ছেনা আইপিএল ? । এম ভারত নিউজ

২০২১ সাল ভারতের জনগণের জন্য এক আশার বছর হয়ে এসেছিল করোনার ভ্যাকসিন এর মাধ্যমে। মূলত এই ভ্যাকসিনকে ভরসা করেই এবছর ভারতেই আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু এবার ফের একবার আইপিএলকে ঘিরে দানা বাঁধতে চলেছে সংশয়ের দোলাচল। এখনো পর্যন্ত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের আট জন ক্রাউন সিমেন্ট […]

You May Like

Subscribe US Now

error: Content Protected