নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : লরির ধাক্কা, ঘটনায় আহত ২০ । পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার গুরুকন্যা এলাকায় ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন তমলুকের দিক থেকে আসা একটি লরি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে চলে এসে শোভা যাত্রায় থাকা বেশ কিছু মানুষকে ধাক্কা মারে। ঘটনায় আহতের সংখ্যা ২০ । ১২ জনকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে। দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতায়। ঘটনার খবর পেয়ে তমলুক জেলা হাসপাতালে যান স্থানীয় বিধায়ক সুকুমার দে। আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি । ঘটনাস্থলে পৌছোয় নন্দকুমার থানার পুলিশ । ইতিমধ্যেই লরিটিকে আটক করেছে পুলিশ । জানা গেছে, নিল সরস্বতী পুজোর ঘট ডুইয়ে ফেরত যাওয়ার জন্যে শোভাযাত্রায় বেরিয়েছিলেন নন্দকুমার শান্তিসংঘ ক্লাবের সদস্যরা । সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে । যদিও লরির চালক পলাতক । এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
ভয়াবহ দুর্ঘটনা নন্দকুমারে, আশংকাজনক অবস্থায় ২০ । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 41 Second