
কম সংখ্যায় লোকাল ট্রেন চললে, কোন রুটে কত ট্রেন চলবে, তাও এখনও স্পষ্ট নয়। সে কথা মাথা রেখে বুধবার ফের বৈঠকে বসে রাজ্য-রেল। এদিনের বৈঠকে অফিস টাইমে ২০০ থেকে ২৫০ লোকাল চালানোর বিষয়ে কথাবার্তা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার বিকেলে ফের দু’পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। তার পরেই জানা যাবে, কোন ‘ফর্মুলায়’ চলবে লোকাল। প্রয়োজনে ২৫ শতাংশ লোকাল চালু করা হতে পারে বলেও জানা গেছে। নিউ নর্মালে রেলকর্মীদের জন্য ‘স্টাফ স্পেশ্যাল’ ট্রেন চলছে। তাতে ওঠার জন্য নিত্যদিনই লেগে রেয়েছে গোলমাল। এই পরিস্থিতি সামাল দিতে রাজ্য এবং রেল লোকাল ট্রেন চালাতে সহমত হয়েছে। সোমবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ পদস্থ আমলারা রেল কর্তাদের সঙ্গে বৈঠক করেন। মেট্রোর মতো ই-পাসের মতই লোকাল পরিষেবাতেও ই-পাসের ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি SOP-র ওপরও জোর দেওয়া হচ্ছে। এখন আগামিকালের বৈঠকে কী চূড়ান্ত সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে সবমহল।