রাজ্য জুড়ে চলল তৃণমূলের মৌন মিছিল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 57 Second

নিজস্ব প্রতিনিধি, বীরভূম : কথা মতই আজ জেলা থেকে রাজ্য সর্বত্র চলল তৃণমূলের মৌন মিছিল । গত পরশু আসন্ন বিধানসভার নির্বাচনের প্রচারে নন্দীগ্রাম গিয়েছিলেন নন্দীগ্রামের প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তাঁকে আক্রমণ করে বিরোধী পক্ষের গুন্ডারা । এমনটাই অভিযোগ তৃণমূল তথা নেত্রীর । ইচ্ছাকৃত এবং চক্রান্ত করেই এই হামলা চালিয়েছে বিজেপি বলেই অভিযোগ জানিয়েছে তৃণমূল কর্তৃপক্ষ । রাজ্য তৃনমূলের তরফ থেকে নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছিল ভোট পূর্বে এই ধরনের প্রশাসনিক অবহেলার জন্যে । তার পরে কমিশন ভিভিআইপিদের সুরক্ষা নিয়ে আলোচনাতেও বসে যদিও এই মুহূর্তে তৃণমূলের সমস্ত অভিযোগ অগ্রাহ্য করে পাল্টা চিঠি দিয়েছে কমিশন । তবে মুখ্যমন্ত্রীর উপর এই ধরনের হামলার প্রতিবাদে গতকালই আজকের এই মিছিলের কথা জানিয়েছিল তৃনমূল ।

ঠিক তেমনটাই হল, আজ সারা দিন সারা রাজ্য জুড়ে চলল তৃণমূলের মৌন মিছিল । মুখে কালো কাপড় বেঁধে আর হাতে তৃণমূলের পতাকা সঙ্গে মুখ্যমন্ত্রীর হাসপাতালের ছবি নিয়ে মিছিল করে দলীয় সমর্থকরা । সমানভাবেই মিছিল হয় বিভিন্ন জেলায় জেলায় । এই অভিযোগকে সামনে রেখে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মৌন প্রতিবাদ মিছিল বের করা হল আজ। পুরোন্দপুর গ্রামের তৃণমূল কার্যালয়ে থেকে শুরু হয় এই মৌন প্রতিবাদ মিছিল এবং পুরন্দরপুর গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে মিছিলটি। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নীলাবতী সাহা, সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নূরুল ইসলাম, সাঁইথিয়া বিধানসভার প্রার্থী নিলাবতি সাহা সহ তৃণমূলের মহিলা কর্মী বৃন্দ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী ও কর্মীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা । এম ভারত নিউজ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় তাঁকে ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয় হাসপাতালের তরফে। আগামী ১৩ তারিখ থেকে তার প্রচার সংক্রান্ত কর্মসূচী রাখা হয়েছিল কিন্তু শারীরিক অবস্থা ঠিক না থাকায় আরও কয়েকদিন মমতাকে বিশ্রামে থাকতে হবে বলেই জানানো হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, হুইল চেয়ারে করে […]

Subscribe US Now

error: Content Protected