Read Time:1 Minute, 11 Second
ফের ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে । গাড়ি ও ট্রাকের ধাক্কায় ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা । মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের । তালিকায় রয়েছে ৬টি বাচ্চাও । উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার মানিকপুর থানার এলাকায় প্রয়াগরাজ-লখনউ হাইওয়েতে গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে । বিয়ের অনুষ্ঠান সেরে ফিরছিল গাড়িটি । অনুষ্ঠান শেষে নিজেদের গ্রামে নিশ্চিন্ত নিবাসে ফিরছিলেন যাত্রীরা । এই ঘটনায় প্রত্যেকেই ফিরে না আসার দেশে চলে গেছেন । মারা গেছেন প্রত্যেকেই । এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । পাশাপাশি সিনিয়র অফিসারদের নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্থদের সমস্ত সহায়তা করেন ।
