
সোমবার সম্ভবত দিল্লি যাচ্ছেননা রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বদলে তিনি যোগ দেবেন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে।
শুক্রবার কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকের পরই হঠাৎ রাজ্যের মুখ্যসচিবকে বদলির চিঠি দেয় কেন্দ্র। সোমবার সকাল দশটায় তাঁকে দিল্লিতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। এই নিয়ে তুমুল শোরগোল পড়ে যায় রাজ্যেও। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী। একথা গতকালের সাংবাদিক সম্মেলনে স্পষ্টতই জানিয়েছেন তিনি। কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরবও হন মমতা। নবান্ন সূত্রে খবর, আগামীকাল রাজ্যের সমস্ত প্রধান সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। তাই তিনি যে কেন্দ্রের ডাকে দিল্লি যাচ্ছেন না আগামীকাল, একথা কার্যতই স্পষ্ট। মুখ্যসচিব পদে ইস্তফাও দিতে পারেন তিনি, এমন কথাও শোনা যাচ্ছে কানাঘুষোয়। প্রসঙ্গত, বিজেপির দিল্লি নেতৃত্বের এহেন সিদ্ধান্তে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মধ্যে। এই প্রতিহিংসার রাজনীতিতে যে আখেরে তৃণমূলেরই লাভ হচ্ছে একথা স্বীকারও করেছেন অনেকে। যার ফলে আলাপন প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন বঙ্গ বিজেপির অধিকাংশ শীর্ষ নেতৃত্বই।