বিজেপিতেই আছেন হিরণ, পাশে বসিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। এম ভার‍ত নিউজ

Mbharatuser

এদিন শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে ফোটোশপে কারচুরির অভিযোগও করেন।

0 0
Read Time:3 Minute, 0 Second

সম্প্রতি যে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা জোরালো হয়েছিল, রবিবার পশ্চিম মেদিনীপুরে পিংলায় অজিত গড়ে সেই হিরনকেই মঞ্চে বসিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘বিজেপিতেই আছেন বিধায়ক, তৃণমূলে যাচ্ছেন না’। এরপরই শুভেন্দু সংযোজন ‘ তৃণমূল আমাদের বিধায়ক নিয়ে মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। তার জবাব দিয়ে হিরণ জানিয়ে দিয়েছে তিনি বিজেপি ছাড়ছেন না।’

সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, অভিষেকের অফিসে গিয়ে সাক্ষাৎ করেন বলে অভিযোগ ওঠে। তারপর একটি ছবিকে কেন্দ্র করে রটনা শুরু হয়।পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি এরপর বিতর্কে ঘি ঢালতেই বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে শুরু হয় জল্পনা। ভাইরাল হওয়া ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়। এদিন শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে ফোটোশপে কারচুরির অভিযোগও করেন।

পিংলার সভা শেষে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে
কটাক্ষের সুরে তিনি বলেন,’ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ‘নোটা’র থেকেও কম ভোট পাবে তৃণমূল। আমরা তৃণমূলকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই মানছি না, সেই কারণেই ত্রিপুরায় দলীয় প্রচারে আমি কিম্বা আমাদের কোনও নেতাই তৃণমূল শব্দটাই উচ্চারণ করেনি। আমার কথা মিলিয়ে নেবেন।’ ত্রিপুরার পুরভোটের ফলাফল স্মরণ করিয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু। প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবছর কলকাতা বইমেলার আকর্ষণ থাইল্যান্ড স্টল! এম ভারত নিউজ

আর সেই সব স্টলেও উপচে পড়ে বইপ্রেমীদের ভিড়। কার্যতন সেই দৃশ্যই ধরা পরল এবারের বইমেলায়।

Subscribe US Now

error: Content Protected