Rampurhat Case : সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 9 Second

রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট । এমনকি প্রধান বিচারপতির নজরদারিতেই তদন্ত চলার কথা জানানো হয়েছে । এই তদন্তে কোনও ভাবেই যুক্ত তাকবে না সিট এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের ডিভিশন বেঞ্চের তরফে । গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই রায় শুনিয়েছে । নির্দেশ দেওয়া হয়েছে, সিবিআইয়ের হাতে ধৃতদের তুলে দিতে হবে। সন্দেহভাজনদেরও নিজেদের হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৭ এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে সিবিআইকে। এই নির্দেশের কপি হাতে আসা মাত্রই সিবিআই আধিকরদের রামপুরহাটের বগটুই গ্রামে যাওয়ার কথাও বলা হয় ।

উল্লেখ্য, গত সোমবার রাতে বোমা হামলায় বগটুই গ্রামে রামপুরহাটের এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যু হয়। তারপর ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই দিন মোট ৮ জনের মৃত্যু হয়। বহু মানুষ ভয়ে গ্রাম ছেড়ে চলেও যান । এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তের স্বার্থে সিট গঠন করা হয় । কিন্তু সিটের উপর ভরসা না থাকায় ফের হাইকোর্টে সিবিআই তদন্তের দাবী জানিয়ে মামলা করা হয়েছিল । সেই মামলার রায় বেরনোর পরেই শুরু হয় সিবিআই তদন্ত ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

Rampurhat Case : ভাইরাল বিস্ফোরক চিঠি, তদন্তে নয়া মোড় । এম ভারত নিউজ

বগটুই মামলার তদন্ত এখন সিবিআই-এর হাতে । সিট-কে এই মামলার তদন্তে বসিয়ে দিয়েছে আদালত । এর মাঝেই জন সমক্ষে প্রশাসনিক খামতির প্রমাণ ? সম্প্রতি একটি চিঠি ভাইরাল হওয়া নিয়েই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে যা সরাসরি এই মামলার সঙ্গে যুক্ত । রামপুরহাট বগটুই মামলায় কলকাতা হাই কোর্টের তরফে সিবিআই তদন্তের নির্দেশ […]

Subscribe US Now

error: Content Protected