করোনা পরিস্থিতিতে বিধ্বস্ত ভারত এবার ধীরে ধীরে শ্বাসবায়ু ফিরে পাচ্ছে। আজ ভারতের অক্সিজেন সংকট মেটাতে ভারতীয় বায়ুসেনা এক নজিরবিহীন ভূমিকা পালন করল । ইতিমধ্যেই ব্রিটেন থেকে অক্সিজেন সিলিন্ডার উড়িয়ে নিয়ে এল ভারতীয় বায়ুসেনার একটি কপ্টার। গতকালই ভারতীয় বায়ুসেনার তৎপরতায় এই ৯০০টি সিলিন্ডার ভারতের মাটিতে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই এই বিষয়ে আরও কয়েকটি তথ্য সামনে উঠে এসেছে । জানা গেছে, বর্তমানে ৯০০টি সিলিন্ডার নিয়ে আসা হল পরবর্তীতে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। ব্রিটিশ অক্সিজেন কোম্পানির উৎপাদিত এই অক্সিজেন আসছে ভারতে। মূলত ভারতের এই কঠিন পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশের তরফ থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের এই কঠিন করোনা পরিস্থিতির জন্য পরপর ২ বার ভারত সফর বাতিল করতে হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্যারিস জনসনকে। গতকাল রাত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্যারিস জনসন। ব্রিটেনের তরফ থেকে জানানো হয়েছে আগামীতে অতিরিক্ত ১০০০টি ভেন্টিলেটর ভারতীয় হাসপাতালগুলিতে পাঠানো হবে।ভারতকে ২০০টি ভেন্টিলেটর, ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর ও তিনটি অক্সিজেন জেনারেশন ইউনিট পাঠানো হবে।
ভারতীয় বায়ুসেনার সি-১৭ এয়ারক্রাফট সোমবার ব্রিটেন থেকে সিলিন্ডারগুলি নিয়ে আসে। এদিকে ভারতের বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে বায়ুসেনার পাশাপাশি নৌ বাহিনীর ভূমিকা নিয়ে পর্যালোচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দীর্ঘ সময় ধরেই তিনি নৌবাহিনীর অ্যাডমিরাল করমবীর সিং-এর সঙ্গে বৈঠক করেন।মহামারি মোকাবিলার দেশবাসীকে সহযোগিতার জন্য বাহিনীর পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া তারই বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীকে দেন করমবীর সিং। বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য দেশের বিভিন্ন সেনা মন্ত্রকের তরফ থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।