গুগলের কো-ফাউন্ডার ও বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হলেন সের্গেই ব্রিন। 2015 সালে সের্গেই ব্রিনের সাথে পরিচয় হয় নিকোল শানাহানের । 7 ই নভেম্বর 2018 সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবার এই 48 বছর বয়সী ধনকুবের সের্গেই ব্রিন তার স্ত্রী নিকোল শানাহানেরের সাথে বিয়ে ভেঙে দেওয়ার জন্য পিটিশন দাখিল করেন। তাঁদের দু’বছরের একটি মেয়ে রয়েছে। ক্যালিফোর্নিয়া আদালতের একটি রিপোর্ট অনুযায়ী 2021 সালের ডিসেম্বর মাসে দু’জনে আলাদা হয়ে যান। শানাহান পরিবেশ এবং সামাজিক ন্যায়বিচারের জন্য 2018 সালে সকলের সামনে এসেছিলেন। আদালতে দেওয়া রিপোর্ট অনুযায়ী তাদের বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হলো তাদের “উচ্চ প্রোফাইল” গত সমস্যা। এছাড়া গুগলের কো-ফাউন্ডার আদালতে আবেদন করেছেন, তাদের মেয়ে যেন মা, বাবা দুজনের কাছেই থাকতে পারে তার ব্যবস্থা করা হোক। তাছাড়া তারা উচ্চ প্রোফাইলের হওয়ায় সন্তান কার কাছে থাকবে এনিয়ে জনস্বার্থ মামলা হতে পারে তাই বিবাহ বিচ্ছেদের পিটিশনটি গোপন করার আবেদনও করা হয়েছে। বিলিয়নিয়ার বিল গেটস, মেলিন্ডা ফ্রেঞ্চ, জেফ বেজোস, ম্যাকেঞ্জি স্কটের বিয়ে ভেঙে যাবার পর আরো এক বিলিয়নিয়ারের বিবাহ বিচ্ছেদের ঘটনা এবার সামনে। জানা গিয়েছে, ব্রিনের মোট সম্পদ $ 94 বিলিয়ন, তাই এই বিবাহ বিচ্ছেদটি এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদ হয়ে উঠতে পারে।
তিন বছরেই বিবাহ বিচ্ছেদ গুগলের কো-ফাউন্ডার সের্গেই ব্রিনের । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 14 Second