মনের কথা পড়ে ইচ্ছাপূরণ করবে হেডসেট। এমনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংবলিত ‘মাইন্ড-রিডিং’ হেডসেট তৈরি করে টাইমস পুরস্কার পেলেন দিল্লির এমআইটি স্নাতক অর্ণব কাপুর।
এমআইটি-র পোস্ট ডক্টরাল বছর পঁচিশেকের পড়ুয়া অর্ণব তাঁর ভাই শ্রেয়স ও সহ-গবেষকদের সঙ্গে এমআইটি মিডিয়া ল্যাবে ডিজাইন করেছেন ‘অলটারইগো’ নামের এই পরীক্ষামূলক হেডসেট। অর্ণবের দাবি, শুধুমাত্র চিন্তার মাধ্যমেই এই হেডসেটের মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া যাবে। মূলত সেরিব্রাল প্যালসি অথবা এএলএস-এর মতো যোগাযোগ সমস্যাজনিত রোগে যাঁরা ভুগছেন, তাঁদের জন্য অনবদ্য এই হেডসেট।
অর্ণবের কথায়, মুখে কিছু না বললেও অনেক সময়ে মানুষের মনে অনেক চিন্তা খেলা করে এবং উচ্চারণ না করলেও বন্ধ মুখের ভিতরে সেই কথাগুলিতে জিভের স্বল্প হলেও নড়াচড়া ঘটায়। বিষয়টি ব্যাখ্যা করতে একটি স্মার্ট টিভি কাজে লাগিয়ে নিজের সেই জিভের স্পন্দনে ফুটে ওঠা অনুচ্চারিত কথার ছবি তুলে ধরেন অর্ণব। তাঁর দাবি, এই হেডসেট মানুষের মন পড়ার ব্যাপারে ৯২% নিখুঁত।