ভারতে জোড়া অস্কার, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর। এম ভারত নিউজ

Mbharatuser

অন্যদিকে, অস্কার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’

0 0
Read Time:4 Minute, 48 Second

ভারতের হয়ে প্রথম অস্কার জিতে নিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। ‘সেরা ডকুমেন্ট্রি শর্ট’ বিভাগে পুরস্কার জিতল এই ছবি। তথ্যচিত্রটির পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। এক অনাথ হাতির গল্প বলে এই ছোট ছবি। তার নাম রঘু। রঘুকে দেখাশোনা করে বোমান ও বেল্লি। পশু ও মানুষের বন্ধুত্ব শুধু নয়, এ ছবি যেন বিদেশের মাটিতে এক টুকরো ভারত। যাতে গন্ধ লেগে আছে দেশের, যা তুলে ধরে দেশের সৃষ্টি, কৃষ্টি আর ভালবাসালে। ২০২২ সালে ছবিটি মুক্তি পায় ওটিটিতে। দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

‘সেরা ডকুমেন্ট্রি শর্ট’ বিভাগে মনোনীত হয়েছিল, ‘হাউল আউট’, ‘হাও ডু ইউ মেজার এ ইয়ার’, ‘দ্য মারথা মিশেল এফেক্ট’ ও ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’– এই ছবিগুলিও। তবে সবাইকে ছাপিয়ে সেরার সেরা ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। অস্কার পেয়ে আপ্লুত প্রযোজক গুনিত মঙ্গা। টুইটে তিনি লেখেন, “ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি”।

অন্যদিকে, অস্কার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করল ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। টানা এক বছর ধরে একের পর এক পুরস্কার নিজের দখলে রেখেছে রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির এই গান। বিদেশের মাটিতে বারে বারে প্রশংসিতও হয়েছে। গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারের মঞ্চ। ইতিহাস গড়ল ছবির গান ‘নাটু নাটু’। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছিল গানটি। ওই একই বিভাগে প্রতিযোগিতায় ছিল, ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভারের’ লিফট মি আপের মতো গান। আপাতত দেশের কাছে এ এক উচ্ছ্বাসের সময়। দক্ষিণী ছবির জয়জয়কারে গর্বিত ভারত, বিশ্বের দরবারে আরও এবার সম্মানীত ভারতীয় ছবি।

১২ মার্চ অস্কারের মঞ্চে ‘নাটু নাটু’ গানের পারফর্ম করেছেন গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব। গানের তালে পা মিলিয়েছেন আমেরিকান-ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব। সঙ্গ দিয়েছেন একঝাঁক শিল্পী। পারফরম্যান্সের আগেই ছিল চমক। ‘নাটু নাটু’ গানের পারফরম্যান্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানান দীপিকা পাডুকোন। কালো গাউনে অস্কারের মঞ্চে অপরূপা অভিনেত্রী। তিনি মঞ্চে উঠতেই হাততালিতে ভরে যায় ডলবি থিয়েটার প্রেক্ষাগৃহ।

বিশ্বের দরবারে সমাদৃত এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। ‘নাটু নাটু’ গানের জন্য গোল্ডেন গ্লোব জেতে রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। বিদেশের মাটিতে ভারতীয় ছবির এই জয়জয়কারে গর্বিত দেশের প্রধানমন্ত্রীও। উচ্ছ্বসিত দেশবাসী। ছবির গোটা টিমকে শুভেচ্ছাবার্তা জানিয়ে নরেন্দ্র মোদী নিজের টুইটারে লেখেন, “অত্যন্ত আনন্দের দিন, আমি শুভেচ্ছা জানাতে চাই এই ছবির গোটা টিমকে। এই পুরস্কারে গর্বিত ভারত।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'দুর্নীতির মাস্টারমাইন্ড কুন্তল ঘোষ', বিস্ফোরক দাবি শান্তনুর। এম ভারত নিউজ

আইনজীবী শান্তনুর মোবাইল ফোনকে সোনার খনি বলে উল্লেখ করেন

Subscribe US Now

error: Content Protected