রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে পার্থী নির্ধারণ নিয়ে বড় ঘোষণা শীর্ষ আদালতের। দীর্ঘদিন ধরে চলে আসা রাজনীতিতে অপরাধীকরণ নিয়ে এবার নড়েচড়ে বসল শীর্ষ আদালত। আজ এই বিষয়ের ওপর একটি মামলায় শুনানিতে জানানো হয়, প্রার্থী ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে কোন রাজনৈতিক দলকে সেই প্রার্থীর ক্রিমিনাল রেকর্ড জমা দিতে হবে। মূলত ওই প্রার্থীর নামে কোন ফৌজদারি মামলা রয়েছে কি-না ,সে বিষয়ে নিশ্চিতকরণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ফৌজদারি মামলা থাকলে সেই মামলার গুরুত্ব ঠিক কতটা, সেই বিষয়ে নির্ধারণ প্রয়োজন বলে মনে করছে শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য বিহার নির্বাচনের আগে বেশ কিছু প্রার্থী নিজেদের ফৌজদারি মামলার ইতিহাস গোপন করে যান। আর সেই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া চাইতে আদালতের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। সেই কারণে এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত।

দীর্ঘদিন ধরে রাজ্য তথা কেন্দ্রীয় রাজনীতিতে অপরাধী করনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে, বারংবার আদালতের দ্বারস্থ হতে হয় সাধারণ মানুষকে। আর এবার এই বিষয়টিতে দৃষ্টিপাত করল শীর্ষ আদালত। এমনকি এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে গিয়ে নিজেদের পূর্ব রায় সংশোধন করে শীর্ষ আদালত। পাশাপাশি এই কারণে শীর্ষ আদালতের কাছে ক্ষমা চেয়ে নেন উপস্থিত বিভিন্ন দলের নির্বাচন পদপ্রার্থীরা।