অবশেষে মঙ্গলে পৌঁছল চিনা রোভার ‘ঝুরং’ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 19 Second

অবশেষে অপেক্ষার অবসান, মঙ্গলে পৌঁছল চীনা রোভার ‘ঝুরং’ । ২০১১ থেকে চেষ্টা চালিয়ে ২০২১-এ সাফল্য পেল চীন । আমেরিকা ও রাশিয়ার পরে মঙ্গল জেতার ইতিহাস গড়ল চীন । গত বছর ২৩ জুলাইয়ে লালগ্রহের উদ্দেশে পাড়ি দিয়েছিল চিনের মঙ্গলযান ‘তিয়ানওয়েন-১’ (Tianwen-1)। শনিবার সকালে এই চিনা মঙ্গলযানটি সফলভাবে মঙ্গল গ্রহে অবতরণ করে । চীন তাদের লং মার্চ ৫বি রকেটে চাপিয়ে ‘তিয়ানওয়েন ১’ মহাকাশযান পাঠিয়েছিল লাল গ্রহের পথে। পাঁচ টন ওজনের মহাকাশযানের ভেতরেই ছিল অরবিটার, ল্যান্ডার ও ঝুরং রোভার। সে দেশের তরফে এই মিশনের নাম দেওয়া হয় ‘নিহাও মার্স’, অর্থাৎ হ্যালো মঙ্গল ।

চিনা স্পেস সেন্টারের তরফে জানানো হয়েছে, মঙ্গলের মাটিতে নেমে কাজ শুরু করবে রোভার। এর সোলার প্যানেল সৌরশক্তিতে কাজ করবে। মঙ্গলের মাটির রাসায়নিক বিশ্লেষণ করে তথ্য পাঠাবে গ্রাউন্ড স্টেশনে। এমনকি ইতিমধ্যেই কক্ষপথ থেকে বেশ কয়েকটি ছবিও তুলে পাঠিয়েছে ‘ঝুরং’ । মঙ্গলের গিরিখাতে ভরা দুটি এলাকার ছবি তুলেছে তিয়ানওয়েন-১, একটি স্কিয়াপ্যারেল্লি ক্রেটার ও অন্যটি গিরিখাতে ভরা ভ্যালেস মেরিনারিস। মঙ্গলের কক্ষপথের প্রায় ২২ কিলোমিটার দূরত্ব থেকে দুই গহ্বরের ছবি তুলে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠিয়েছে এই রোভার ।

এই চূড়ান্ত সাফলতার পর জি জিনপিং মহাকাশ সংস্থার বিজ্ঞানী ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি আমাদের দেশের এরোস্পেসের প্রচেষ্টার ক্ষেত্রে আরও একটি মাইলফলক ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জুনে হচ্ছেনা মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা রাজ্যের । এম ভারত নিউজ

স্থগিত রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা, জানালেন মুখ্যসচিব । এর আগে জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং তৃতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক হওয়ার কথা ছিল । তবে এই মুহূর্তে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা আপাতত স্থগিত রাখছে রাজ্য । উল্লেখ্য রাজ্যে এখন কার্যত ১৫ দিনের লকডাউন চলছে, এমতাবস্থায় পরীক্ষার নির্দিষ্ট আয়োজনের […]

Subscribe US Now

error: Content Protected