ভোট পর্বের পাশাপাশি করোনা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ| কোভিড ভ্যাকসিন আসার পরেও চিন্তিত মানুষজন| মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে গত ১১ মার্চ কোভিডের প্রথম ডোজ নেওয়ার পরেই ২৩ মার্চ করোনা সংক্রমিত হন| সুতরাং, কোভিড ডোজ ঠিক কতটা কার্যকরী তা নিয়ে সংশয় রয়েছে| উদ্ভব ঠাকরের পত্নী গত সপ্তাহ থেকেই মুম্বাই এইচএন রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন| শিবসেনা সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি| ভোটের উত্তাপে করোনা কে তোয়াক্কা না করলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমন| ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৩৩০ জন| মহারাষ্ট্রে আক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৪৪ জন| সুতরাং, করোনা আক্রমণকে মাথায় রেখেই ভোটের প্রচার হোক যাতে কোনোরকম উদ্বেগের পরিস্থিতি তৈরি না হয়।
করোনা আক্রান্ত উদ্ধব ঠাকরের স্ত্রী । এম ভারত নিউজ
ভোট পর্বের পাশাপাশি করোনা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ| কোভিড ভ্যাকসিন আসার পরেও চিন্তিত মানুষজন| মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে গত ১১ মার্চ কোভিডের প্রথম ডোজ নেওয়ার পরেই ২৩ মার্চ করোনা সংক্রমিত হন| সুতরাং, কোভিড ডোজ ঠিক কতটা কার্যকরী তা নিয়ে সংশয় রয়েছে| উদ্ভব ঠাকরের পত্নী গত সপ্তাহ থেকেই মুম্বাই এইচএন রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন| শিবসেনা সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি| ভোটের উত্তাপে করোনা কে তোয়াক্কা না করলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমন| ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৩৩০ জন| মহারাষ্ট্রে আক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৪৪ জন| সুতরাং, করোনা আক্রমণকে মাথায় রেখেই ভোটের প্রচার হোক যাতে কোনোরকম উদ্বেগের পরিস্থিতি তৈরি না হয়।