প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

ইংল্যান্ডের রাজ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। শুক্রবার বাকিংহাম প্যালেসের তরফে এই খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯। ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে রাজতন্ত্রের নতুন কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এক কথায় বলতে গেলে রানী এলিজাবেথের এক বিশ্বস্ত সঙ্গী ছিলেন তিনি। সরকারিভাবে ডিউক অফ এডিনবরা হিসেবে পরিচিত ছিলেন। যিনি স্ত্রী’র ৬৯ বছরের রাজ্যপাটে পাশে ছিলেন। যা ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম বলে গণ্য করা হয় এখন পর্যন্ত। বাকিংহাম প্যালেসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “গভীর দুঃখের সঙ্গে মহামান্য রানি তাঁর প্রিয় স্বামী, তাঁর রয়েল হাইনেস প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবার্গের মৃত্যুর কথা ঘোষণা করছেন। উইন্ডসর ক্যাসলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন প্রিন্স ফিলিপ। গত ফেব্রুয়ারি মাসেই কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে ফের প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হলো না ।৯৯ বছর বয়সেই রানী দ্বিতীয় এলিজাবেথকে রাজ্যশাসনের দায়ভার সামলাতে দিয়ে পৃথিবী ছাড়লেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাত পোহালেই শুরু চতুর্থ দফার ভোট, কোথায় কোথায় জেনে নিন । এম ভারত নিউজ

বিধানসভা নির্বাচন ২০২১ এ ইতিমধ্যেই শেষ হয়েছে তিন দফার ভোট । এবার রাত পোহালেই শুরু হবে চতুর্থ দফার ভোট ।ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোরজোর।মোট পনেরো হাজার নশো চল্লিশটি কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সকাল সাতটা থেকে সাড়ে ছটা পর্যন্ত। হাওড়ায় নটি আসনে ভোট। দক্ষিণ ২৪ পরগনায় ভোট এগারো আসনে। আলিপুরদুয়ারে পাঁচ, […]

Subscribe US Now

error: Content Protected