Read Time:1 Minute, 19 Second
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় । আহত হয়েছেন ভিতরে থাকা ৩ জন । একজনের অবস্থা আশঙ্কাজনক । রিয়েল এস্টেটের বিরোধের জেরেই এই হামলা সন্দেহ পুলিশের । বেণুগোপাল রেড্ডি নামে এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ । তাঁরা জানিয়েছেন বেণুগোপাল রেড্ডি ও গঙ্গাধর ব্যবসায়িক অংশীদার ছিল, মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচা করত তারা । ব্যবসা ভালো না চলায় বেণুগোপাল এবং গঙ্গাধর আলাদা হয়ে যায়। জানা গিয়েছে, গঙ্গাধর, তাঁর স্ত্রী এবং তাঁর এক বন্ধু সোমবার বেণুগোপাল রেড্ডির সাথে দেখা করতে গিয়েছিলেন । চারজন গাড়ির মধ্যে বসেই কথা-বার্ত বলছিলেন । এসময় বেণুগোপাল সিগারেট খেতে গাড়ি থেকে নেমেই একটি হুইস্কির বোতলে আনা পেট্রোল দিয়ে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
