
বাংলায় মহামারী আইন ভাঙার জন্য নাম না করে বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার রাজ্যকে সহযোগিতা করছে না বলেও এদিন তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “মহামারী আইন ভাঙছে একটি রাজনৈতিক দল।” পাশাপাশি এদিন বাঁকুড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মমতার সরকারের মৃত্যুঘণ্টা প্রসঙ্গের পাল্টা তিনি বলেন, “উল্টে ফেলে দেব কথার মানে আমিও জানি, আমিও বলতে পারি উল্টে ফেলে দেব
।” পাশাপাশি তাঁর কথায়, “লক্ষণের গণ্ডিরেখা যেন কেউ আমরা হস্তক্ষেপ না করি সেদিকে খেয়াল রাখতে হবে।” এছাড়াও কেন্দ্রের তরফে আমফান কিংবা করোনা পরিস্থিতি মোকাবিলায় কোনওরকম আর্থিক সাহায্য পাওয়া যায়নি বলেও খোঁচা দেন। এদিন পুলিশের পাশে থেকে
মমতার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে পুলিশদের ভয় দেখানো হচ্ছে। রাজ্যের আইএএস এবং আইপিএস আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। জেলাশাসক এবং বিডিওদের নিজের কাজের প্রতি আরও দায়িত্ববান হওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।