
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বাম-কংগ্রেসের ছাত্র এবং যুব সংগঠনগুলি। এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তিকে সঙ্গী করেই বনধ পালন করছে ধর্মঘটীরা। বনধের দিনও স্বাভাবিক থাকল পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া শিল্পাঞ্চল। অন্যান্য দিনের মতই কারখানায় কাজকর্ম স্বাভাবিক ছিল। ধর্মঘটের ঝুঁকি মাথায় নিয়েই বেশিরভাগ শিল্পাঞ্চলের শ্রমিকরা সকাল ছটার আগেই কারখানার মধ্যে ঢুকে পড়েছেন। কাজেও যোগ দিয়ে দিয়েছেন। হলদিয়া বন্দরেরও কাজকর্ম ঠিকঠাক চলছে। তবে অন্যদিনের তুলনায় শ্রমিক সংখ্যা আজ খুবই কম। অর্থাৎ বলা চলে বাম-কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার বনধের মিশ্র প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুরে।

সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে গোটা জেলা। ফলেই রাস্তায় সে ভাবে যান চলাচলের বা পথচারীকে চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় ছোট বড় কিছু যানবাহন রাস্তায় দেখতে পাওয়া যায়। হলদিয়া, মহিষাদল সহ অন্যান্য জায়গায় বনধ সফল করতে রাস্তায় নামে বাম ও কংগ্রেসের ছাত্র সংগঠন। পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বনধ সমর্থনকারীরা। তবে এদিন হলদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সহ শিল্প শহর হলদিয়া কারখানা সচল ছিল। শ্রমিকদের উপস্থিতির হারও মোটামুটি।