সামনে বঙ্গ ভোটের আগে একের পর এক তারকাদের যোগদান করতে দেখা যাচ্ছে তৃণমূলের দলীয় সমর্থকদের। গত কয়েক দিনে টলিপাড়ার বিভিন্ন চেনা-পরিচিত তারকাদের যোগদান করতে দেখা গেছে তৃণমূলে ।তবে আজ আর তা টলিপাড়ায় থেমে থাকল না বরং সংগীতজগতের বিখ্যাত তারকা অদিতি মুন্সিকে , দেখতে পাওয়া গেল তৃণমূলের অনুষ্ঠানে।
তৃণমূলেরই অনুষ্ঠানে দলীয় পতাকা তুলে দেওয়া হল সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির হাতে। সংগীত শিল্পী অদিতি মুন্সির বলেন ,রাজনৈতিক বিষয়ে সেরকম অভিজ্ঞতা না থাকলেও তিনি তাঁর পরিবারের দুজন ব্যক্তিকে খুব কাছ থেকে দেখেছেন । ২০১৮ সালে তার বিয়ের পরে তিনি তার শশুর এবং স্বামী উভয়কে খুব কাছ থেকে এই দলের হয়ে কাজ করতে দেখেছেন । পাশাপাশি তিনি এও বলেছেন সাধারন মানুষের জন্য কাজ করতে পারার সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। আগামী দিনে দলীয় নেত্রী তাকে যেভাবে কাজ করার নির্দেশ এবং সেই সিদ্ধান্তকে শিরোধার্য বলে মনে করবেন তিনি।