Read Time:1 Minute, 3 Second
মাদকচক্রে যুক্ত থাকা এবং সুশান্ত মৃত্যুর মুল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর জামিন খারিজ হয়ে গেল । কয়েকদিন আগেই এনসিবির একটি দল রিয়াকে গ্রেফতার করে । জামিনের রায় বেরোলে জানা যায়, জেলেই থাকতে হবে রিয়া চক্রবর্তীকে । শুক্রবার রিয়া, সৌভিক, মিরান্ডা, জায়েদ, দীপেশদের জামিনের আবেদন খারিজ করে দিল সেশন কোর্ট । জেলেই থাকতে হচ্ছে তাদের । আপাতত বাইকুল্লা জেলেই থাকতে হবে রিয়া চক্রবর্তীকে । সৌভিক, মিরান্ডা, দীপেশ, জায়েদদের তালোজা জেলে রাখা হবে । রিয়া, সৌভিকদের আইনজীবী সতীশ মানশিন্ডে ফের জামিনের জন্য় বোম্বে হাইকোর্টে আবেদন করবেন সোমবার, এমনটাই জানা গেছে ।
