Read Time:1 Minute, 57 Second
১৫ অক্টোবর থেকে কনটেনমেন্ট জোনের বাইরে খুলে যাচ্ছে সিনেমা হল, থিয়েটার হল, মাল্টিপ্লেক্স। তবে তার আগে মঙ্গলবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।
- অডিটোরিয়ামের বাইরে, কমন এরিয়া এবং ওয়েটিং এরিয়া, সব জায়গায় অন্তত ছ’ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সকলের মাস্ক পরা বাধ্যতামূলক।
- সিনেমা হলের প্রবেশ ও বাহির দ্বার এবং কমন এরিয়া, সব জায়গাতেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
- সংক্রমণ এড়াতে অনলাইন টিকিট বুকিং, খাবার এবং পানীয় কেনার সময় ই-ওয়ালেট বা QR কোড ব্যবহার করতে হবে।
- টিকিট বুকিংয়ের সময় গ্রাহকের ফোন নম্বর লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সিনেমা হল এবং অডিটোরিয়াম কর্তৃপক্ষকে।
- কোনও রকম অসুস্থতা দেখা দিলে, যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট এলাকার হেল্পলাইনে ফোন করে জানাতে হবে।
- যত্রতত্র থুতু ফেলা যাবে না। সকলের ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে। হলে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক।
- হলকর্মীদের ক্ষেত্রে নিয়মিত স্যানিটাইজেশন, গ্লাভস, বুট, মাস্ক এবং পিপিই-র বন্দোবস্ত করতে হবে।
- সামাজিক দূরত্ব বজায় রেখে মোট আসনসংখ্যার ৫০ শতাংশ ভরানো যাবে।
- প্যাকেটজাত খাবার নিয়ে হলে ঢোকা যাবে।