কোর্টের তরফে শর্তসাপেক্ষ অনুমতি রামনবমীর মিছিলের। এম ভারত নিউজ

admin

মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত

0 0
Read Time:3 Minute, 28 Second

সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি দিলেন। মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।এদিন তিনি স্পষ্ট জানান, -‘২০০ লোকের বেশি শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। রাজ্য পুলিশকে মিছিল নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে। যদি পুলিশ বাহিনী পর্যাপ্ত না থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী নিতে হবে’।

চলতি সপ্তাহে রামনবমী উৎসবে হাওড়ায় মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য পুলিশ যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে, তাহলে কেন্দ্রের বাহিনী চাইতে হবে রাজ্যকে। বিচারপতি বলেন, ‘২০০ লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিতে হবে।’ গত বছর রাম নবমীর মিছিল নিয়ে ঝামেলা হয়, পরবর্তীতে প্রধান বিচারপতি এনআইএ তদন্তের নির্দেশ দেন। সেই ঘটনা কে সামনে রেখেই এদিন রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলের আবেদন জানান।

এখানেই বিচারপতি জয় সেনগুপ্ত বলেন , -‘মাত্র ২০০ জন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন’।রাজ্যের যে কোনও জায়গায় ২০০ জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে পর্যবেক্ষণ বিচারপতির। বিচারপতি আরও জানান, -‘দরকার হলে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে’। শোভাযাত্রার ২৪ ঘণ্টা আগে তা চাইতে হবে বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।

বাহিনী চাওয়ার আবেদন নোডাল অফিসার আইজি সিআরপিএফকেও দিতে হবে।তবে শোভাযাত্রায় ২০০ জনের বেশি লোক থাকলে তার দায় থাকবে সংগঠনের ৫ জনের, যাঁরা মিছিল নিয়ন্ত্রণ করবেন। তাঁদের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে। একইসঙ্গে বলা হয়েছে, কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না।সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশ, -‘একটি গাড়ি ব্যবহার করা যাবে শোভাযাত্রায়’।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ প্রাক্তন বিচারপতিদের! এম ভারত নিউজ

Letter to Chief Justice by 21 retired judges, but why

Subscribe US Now

error: Content Protected