করোনা আবহের এই কঠিন পরিস্থিতির মধ্যেই সুখবর ভারতবাসীর জন্য। করোনার বিরুদ্ধে এক বড় সাফল্য পেয়েছে দেশ। জানা যাচ্ছে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ শেষ হতে না হতেই ৬৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি প্রস্তুত করতে সফল হয়েছে চিকিৎসা ব্যবস্থা। সর্বশেষ সেরোসার্ভের রিপোর্ট অনুসারে জানতে পারা গেছে ইতিমধ্যেই প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের শরীরে অ্যান্টিবডি প্রস্তুত হয়ে গিয়েছে। তবে চিন্তার বিষয় বাকি ৪০ শতাংশ মানুষ এখনও পর্যন্ত বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। তবে করোনা সংক্রমণে তৃতীয় ঢেউ রুখতে সদাতৎপর দেশ। গণ টিকাকরণের যে লক্ষ্যমাত্রা দেশের কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে নেওয়া হয়েছে তার সময়ের মধ্যে পূরণ করতে পারলেই মিলতে পারে আরও বড় সাফল্য।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সেন্টারে তরফ থেকে এই সার্ভে করা হয়ে থাকে। আগত করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা থেকে শিশুদের এই পর্বের অন্তর্গত করা হয়েছে। এই সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত ভারতের মোট জনগণের মধ্যে ৬৭.৬ শতাংশ ভারতীয়, ইতিমধ্যেই নিজ দেহে অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের ক্ষেত্রে যা সর্বোচ্চ মাত্রায় আন্টিবডি নির্মাণের সক্ষম হয়েছে। পাশাপাশি জানা গেছে ৬০ বছর বয়সিরা ৭৬.৭ শতাংশ, এবং ১৮ থেকে ৪৪ বছর বয়সিরা ৬৬.৭ শতাংশ ফলাফল দেখিয়েছে এই সমীক্ষায়।