
আবারও পিছল নারদা মামলার শুনানি। আগামীকাল হাইকোর্টে নারদা মামলার শুনানি হওয়ার কথা থাকলেও ইয়াস পরিস্থিতিতে আগামী দুদিন বন্ধ থাকছে হাইকোর্ট।সেই কারণেই আপাতত পিছিয়ে গেল মামলার শুনানি। যার ফলে কার্যতই আরও বাড়ল অভিযুক্তদের গৃহবন্দী থাকার মেয়াদ। ইয়াসের কারণে আগামী ২৬ ও ২৭ শে মে সমস্ত শুনানি বন্ধ থাকছে হাইকোর্টে। ক্ষয়ক্ষতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে আবার আজই সুপ্রিম কোর্টে হওয়ার কথা সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে চার অভিযুক্তের জামিন মামলার শুনানি। রবিবার গভীর রাতে অনলাইনেই সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআই। কিন্তু সেই আবেদনে একাধিক ভুলভ্রান্তি থাকায় তা খারিজ করে আবারও আবেদন করতে বলা হয়। সোমবার আবারও করা আবেদনের ভিত্তিতে আজ সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সিবিআই সূত্রে খবর, সুপ্রিমকোর্ট যদি এই মামলা হাইকোর্টে পাঠান তাহলে আবারও পিছিয়ে যাবে শুনানি। আগামী ২৭ তারিখ শুনানি সম্পর্কিত পরবর্তী বিবৃতি জারি করবে হাইকোর্ট এমনটাই জানা যাচ্ছে কোর্ট সূত্রে। ফলে এখনও কার্যতই অন্ধকারে চার হেভিওয়েট নেতা মন্ত্রীর ভবিষ্যৎ।