বিধানসভা নির্বাচন ২০২১ এর আগে পয়লা এপ্রিল বাংলায় আসছেন ভারতীয় রাজনীতির অভিজ্ঞ নেতা শরদ পাওয়ার । মূলত তিন দিনের জন্য বাংলায় আসেছেন তিনি । তবে তার মধ্যে একদিন তৃণমূলের হয়ে প্রচার করবেন তিনি। তাছাড়াও তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। যদিও এই খবরে অসন্তুষ্ট হয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এনসিপি সূত্রে জানানো হয়েছে আগামী পয়লা এপ্রিল বাংলায় আসছেন শরদ পাওয়ার, আর ওই দিনেই পশ্চিমবঙ্গের হট সেন্টার নন্দীগ্রাম সহ আরো ৩০ টি কেন্দ্রে নির্বাচন হতে চলেছে।
বর্তমান রাজনীতিতে তাঁকে এক কথায় মাস্টারমাইন্ড বলা চলে । কিছুদিন আগে মারাঠা মুলুকে কংগ্রেসের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছেন এই নেতা তাই তাঁর বক্তৃতার জোর বাংলার তৃণমূল কংগ্রেস পার্টির নেতাদের মধ্যে ফের জোর ফিরিয়ে আনবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ওদিকে পাওয়ারের পর পরই নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন তেজস্বী যাদব ,এবং অরবিন্দ কেজরিওয়াল | তেজস্বী যাদব মূলত রাষ্ট্রীয় জনতা দলের নেতা যিনি বিহারি অঞ্চলে প্রচার করবেন এবং এই রাজ্যে মাড়োয়ারি দের জন্য প্রচারে নামবেন আরবিন্দ কেজরিওয়াল।