এবার ভারত তৈরি আকাশপথেও । আরও শক্তিশালী হয়ে উঠেছে ভারতীয় বায়ুসেনা । শিওরে চীন, ক্রমেই উত্তেজনা বাড়ছে সীমান্তে। তাই ভারতীয় বায়ুসেনার অনুরোধে তড়িঘড়ি ফাইটার জেট পাঠানোর সিদ্ধান্ত ফ্রান্সের ।
এই নিয়ে তৃতীয় দফায় ফ্রেঞ্চ মাল্টি কমব্যাট ফাইটার আসছে ভারতে। চীনের রক্তচক্ষুকে এবার পাল্টা জবাব দিতে সক্ষম হবে ভারতীয় বায়ুসেনা । লাদাখ এর উপর চীনের দাপট কমানোর জন্য ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম এক্টিভেট করা হয়েছে লাদাখে ।
আগত বছরের প্রথম মাসেই ভারতে আসছে ফাইটার জেট রাফায়েল । ঠিক কত তারিখে এসে পৌঁছাবে তা জানা না গেলেও, জানা গেছে সোজা জামনগরে ল্যান্ড করবে এই ফাইটার জেট। তখন সুসজ্জিত করা হবে আম্বালা এয়ার বেস।
মার্চে তিনটি এবং এপ্রিলে আরও সাতটি রাফায়েল আসবে ভারতে জানা গেছে মোট ৩৬ টি রাফায়েল আয়তভুক্ত হবে বায়ুসেনাতে । প্রায় ৫৯ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে এই খাতে ভারত সরকারের তরফ থেকে। তার মধ্যে প্রায় যে দশটি ফাইটার তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই এবং সেগুলিকে ওড়াবেন ভারতীয় বিমান চালকরাই।