পাখির চোখ একুশের নির্বাচন। বাংলায় দুশো আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। সাধারণ মানুষের কাছে পৌঁছতে কোন রকম খামতি রাখতে নারাজ গেরুয়া শিবির। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগ সারছেন নিচুস্তরের কর্মী থেকে দলের নেতারা। রবিবার দলের আর নয় অন্যায়
কর্মসূচিকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ অঞ্চলের সুবদী গ্রামে মিছিল করল বিজেপি।
এদিনের মিছিলে পা মেলান কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। গোটা সুবদী এলাকা মিছিল পরিক্রমা করার পর পথসভা করে তারা। এদিনের পথসভায় তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিন শতাধিক কর্মী সমর্থক। রবিবাসরীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল, মণ্ডল সভাপতি অরূপ জানা, সহ সভাপতি দিলীপ পাল, সাধারণ সম্পাদক সুবল খাটুয়া, সাধারণ সম্পাদক সুভাষ জানা, সম্পাদক দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর যেভাবে তৃণমূলে রক্তক্ষরণ শুরু হয়েছে, তাতে নির্বাচনের আগে বিজেপিকে টেক্কা দিতে বেশ বেগ পেতে হবে।