জনসংযোগ বাড়াতে `আর নয় অন্যায়` কর্মসূচিতে মিছিল বিজেপির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 48 Second

পাখির চোখ একুশের নির্বাচন। বাংলায় দুশো আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। সাধারণ মানুষের কাছে পৌঁছতে কোন রকম খামতি রাখতে নারাজ গেরুয়া শিবির। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগ সারছেন নিচুস্তরের কর্মী থেকে দলের নেতারা। রবিবার দলের আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ অঞ্চলের সুবদী গ্রামে মিছিল করল বিজেপি।

এদিনের মিছিলে পা মেলান কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। গোটা সুবদী এলাকা মিছিল পরিক্রমা করার পর পথসভা করে তারা। এদিনের পথসভায় তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিন শতাধিক কর্মী সমর্থক। রবিবাসরীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল, মণ্ডল সভাপতি অরূপ জানা, সহ সভাপতি দিলীপ পাল, সাধারণ সম্পাদক সুবল খাটুয়া, সাধারণ সম্পাদক সুভাষ জানা, সম্পাদক দীপঙ্কর দাস সহ অন্যান্যরা। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর যেভাবে তৃণমূলে রক্তক্ষরণ শুরু হয়েছে, তাতে নির্বাচনের আগে বিজেপিকে টেক্কা দিতে বেশ বেগ পেতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গ্রামীণ হাওড়া জেলা বিজেপিতে রদবদল । এম ভারত নিউজ

বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মসূচিতে কোনরকম ফাঁকফোকর রাখতো নারাজ গেরুয়া শিবির। অর্থাৎ বাংলা দখলের যে ডাক দিয়েছেন মোদি থেকে শুরু করে অমিত শাহ-জে পি নাড্ডা-কৈলাস বিজয়বর্গীয়রা, তাতে কোনরকম ঝুঁকি নিতে চাইছে না বঙ্গ ব্রিগেড। এবার তাই গ্রামীণ হাওড়া জেলা বিজেপিতে বড়সড় রদবদল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেলার নতুন […]

Subscribe US Now

error: Content Protected