Read Time:59 Second
একটি দলিত মেয়েকে ধর্ষণের পর টুকরো টুকরো করা হল দেহ । ঘটনাটি উত্তরপ্রদেশর, হ্যাঁ ফের উত্তরপ্রদেশ । জানা যায়, কানপুর দেহাত জেলার ওই কিশোরী গত ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল । এরপর শনিবার গ্রামেরই একটা জমিতে দেহ উদ্ধার হয় । পুলিশ গিয়ে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে । ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মেয়েটির পরিবারের আত্মীয়দের মধ্যে দুজনকে । মেয়ের বাবা পুলিশকে জানিয়েছেন, তাঁদের সঙ্গে আত্মীয়দের জমি নিয়ে সমস্যা হচ্ছিল । তখনই অনেকবার তাঁর মেয়েকে খুন করার হুমকি দিয়েছিল তারা। তাঁর অভিযোগের ভিত্তিতেই দু’জনকে গ্রেফতার করে পুলিশ । তদন্ত চলছে ।
