আজ ১৯ এপ্রিল, প্রথম দফার ভোটগ্রহণ চলেছে কড়া নিরাপত্তার মধ্যে। মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ হল আজ। ভোট দেবেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে ৩৫.৬৭ লক্ষ যুবক-যুবতী প্রথমবার ভোট দেবেন। সন্ধে ৬টা অবধি ভোট গ্রহণ চলে। ২০২৪ সালের সাধারণ নির্বাচন সাতটি ধাপে মোট ৯৬ কোটি ৯০ লাখ ভোটার ভোট দেবেন। ভোটারের এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ১০ ভাগেরও বেশি। প্রথম দফার ভোট চলছে তামিলনাড়ুতে। ভোট দিলেন অভিনেতা রজনীকান্ত। ভোট দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন৷
প্রসঙ্গত, রাজ্যে বিকেল ৫টা পর্যন্ত আলিপুরদুয়ারে ৭৫.৫৪ শতাংশ, কোচবিহারে ৭৭.৭৩ শতাংশ ও জলপাইগুড়িতে ৭৯.৩৩ শতাংশ ভোট পড়েছে। প্রচন্ড গরমকে উপেক্ষা করে গোটা দেশ এদিন ভোট দিলেও ভিন্ন চিত্র দেখা মিলেছে নাগাল্যান্ডে। উত্তর-পূর্বের ওই রাজ্যটির অন্তত ছটি জেলার প্রায় ২০টি বিধানসভা এলাকায় ভোটের হার প্রায় শূণ্য। কারণ, পূর্ব নাগাল্যান্ডের প্রভাবশালী সংগঠন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট ওই এলাকায় পৃথক প্রশাসন এবং বৃহত্তর আর্থিক স্বাধীনতার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি, পূর্ব নাগাল্যান্ডের ২০টি বিধানসভা কেন্দ্র নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত সংস্থা ফ্রন্টিয়র নাগাল্যান্ড টেরিটরি তৈরি করতে হবে।