নিজস্ব সংবাদদাতা, বীরভূমঃ অনুব্রতর গড়ে গিয়ে তাঁর বিরুদ্ধে বেনজির আক্রমণ শানালেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। বীরভূম জেলা সভাপতিকে কেষ্টদা সম্বোধন করে শোভন বলেন, ওঁনার মুখের ভাষা নেড়ি কুকুরের ল্যাজের মতোন। মঙ্গলবার শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বীরভূমের রামপুরহাটে যান রোড শো করতে। সেই রোড শো থেকেই শোভন চট্টোপাধ্যায় হুঙ্কার দেন, “নবান্ন খালি করতে হবে, শুধুই সময়ের অপেক্ষা।”
শোভন ও বৈশাখী রামপুরহাটের শ্রীফলা থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত রোড শো করেন। রোড শোয়ে অংশ নিয়ে শোভন বলেন, “হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমেছেন। রাস্তার দু’পাশের মানুষ বিজেপিকে অভিবাদন জানাচ্ছেন। আর এখান থেকেই বোঝা যাচ্ছে তৃণমূলের ভবিষ্যৎ।” তাঁর দাবি, “১০০ শতাংশ আশাবাদী বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে সরকার গড়বে বিজেপি। বীরভূমেও সম্ভবত ১১টিতেই জিতব।”
অনুব্রত মণ্ডলকে আক্রমণ করতে গিয়ে শোভনবাবু বলেন, “উনি জানেন না কী বলতে হয়। ওঁনার মাথায় মাঝে মাঝেই অক্সিজেন ফুরিয়ে যায়। আর এই কেষ্ট মণ্ডলই যথেষ্ট বীরভূমে তৃণমূলকে কবর দেওয়ার জন্য।”