0
0
Read Time:1 Minute, 36 Second
এবার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় উত্তর ভারতের আদলে হুগলীর কোন্নগরে বারো মন্দির ঘাটে চালু হল গঙ্গা আরতি। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস দু’দিন আগে ওয়ার্ডের কাউন্সিলর ও আধিকারীকদের নিয়ে বারো মন্দির ঘাট পরিদর্শন করেন। তারপরই বৃহস্পতিবার সন্ধ্যায় শুভারম্ভ হয় গঙ্গা আরতির। শঙ্করাচার্য মঠের পণ্ডিতরা এদিন গঙ্গা আরতি করেন। সন্ধারতি দেখতে ভিড় উপচে পড়ে গোটা ঘাটে।
শঙ্করাচার্য মঠের পিঠ পুরোহিত পণ্ডিত রবিশঙ্কর শাস্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘মা গঙ্গার আরতি যুগ যুগ ধরে হয়ে আসছে। গঙ্গোত্রী থেকে শুরু করে যতদূর পর্যন্ত গঙ্গা বইছে, ততদূর পর্যন্তই আরতি করা উচিত। পূর্বপুরুষদের শ্রদ্ধার্ঘ্য ও একই সঙ্গে মা গঙ্গার বন্দনা মাতৃ বন্দনা সমতুল্য। গঙ্গা আরতি করার মাধ্যমে মানুষের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়।’
আরও পড়ুন