সকাল সকাল শীতল দিনের ছোঁয়া পেল মহানগরবাসী । এম ভারত নিউজ

admin

সকাল সকাল শীতের দিনে ছোঁয়া পেল মহানগরী। সপ্তাহের শুরুতেই মরসুমের শীতলতম দিন উপহার শহরবাসীকে।

0 0
Read Time:2 Minute, 7 Second

সকাল সকাল শীতের দিনে ছোঁয়া পেল মহানগরী। সপ্তাহের শুরুতেই মরসুমের শীতলতম দিন উপহার শহরবাসীকে। পারদ ক্রমাগত নিম্নগামী হয়ে চলেছে মহানগরী এবং তাঁর পার্শ্ববর্তী বিভিন্ন শহর গুলোতে। আবহাওয়া দপ্তরের তরফের প্রকাশিত তথ্য জানতে পারা গিয়েছে আজ থেকেই শুরু হচ্ছে শীতের প্রথম ইনিংস। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চলেছে ১৫.১ডিগ্রি ওদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি । যদিও এর আগে গত সপ্তাহে বুধবারের তাপমাত্রা বেশ কিছুটা নামতে দেখা গিয়েছিল । সেক্ষেত্রে তাপমাত্রা সর্বনিম্ন পৌঁছেছিল ১৯.৯ ডিগ্রিতে। এদিকে গতকাল শহরের তাপমাত্রা ছিল ১৮.২ডিগ্রি । প্রসঙ্গত উল্লেখ্য, শেষ কয়েক দিনে শহরের শীতের প্রভাব বিশেষ লক্ষ্য করতে পারেনি শহরবাসী । তবে গত বুধবার থেকেই ধারাবাহিকভাবে কমেছে শহরের তাপমাত্রা। ইতিমধ্যেই শীতের প্রকোপ বেশ ভালোভাবেই অনুভব করতে পেরেছে শহরের আনাচে-কানাচের মানুষেরাও।

প্রসঙ্গত উল্লেখ্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে প্রকাশিত তথ্যে জানা গেছে জলীয়বাষ্প এবং মেঘলা আকাশ শীতের আগমনের ক্ষেত্রে এক ভয়াবহ বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এমনকি আগামী দিনে ঠান্ডার প্রভাব আরও বাড়তে চলেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শীতের ইনিংস শুরু হলেও এত তাড়াতাড়ি তাঁর প্রভাব যাবেনা রাজ্য থেকে তাই হাড়কাঁপানো শীতের জন্য অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নয়া রূপে প্রকাশ্যে আসতে চলেছে কাশী বিশ্বনাথ মন্দির । এম ভারত নিউজ

ভোল পাল্টে গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের । একেবারে নবরূপে সামনে আসতে চলেছে মন্দিরের নয়া রূপ।

Subscribe US Now

error: Content Protected