অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুর উলুবেড়িয়ার হাসপাতালে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 59 Second

অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ এনে শনিবার হাওড়ার উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়েরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্ত্বরে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে উলুবেড়িয়া সুপার স্পেশ্যালটি হাসপাতাল চত্বরে ভাঙচুর চালান রোগীর আত্মীয়রা। বহির্বিভাগে ঢুকে চেয়ার টেবিলের পাশাপাশি চিকিৎসার সরঞ্জামও ভাঙচুর করেন তাঁরা। দীর্ঘক্ষণ ধরে চলে ভাঙচুর। রোগীর আত্মীয়দের থামাতে হাসপাতালের তরফে ফোন করা হয় উলুবেড়িয়া থানায়। জানা যাচ্ছে, হাসপাতালে অক্সিজেনের অভাবে এক পুরুষ ও এক মহিলা করোনা রোগীর মৃত্যু হয়েছে। রোগীর আত্মীয়দের অভিযোগ, অক্সিজেনের অভাব নিয়ে নার্স ও চিকিৎসকদের জানালেও কর্ণপাত করেননি তাঁরা। ভাঙচুরের জেরে তীব্র আতঙ্ক ছড়ায় হাসপাতালে। হাসপাতালের কর্মীরা ছাড়াও আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিবারের লোকজনও। পুলিশ এসে কিছুটা নিয়ন্ত্রণ করে পরিস্থিতি।সত্যিই অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃনমুল নেতার ওপর আক্রমন, কামড়ে ছিঁড়ে নেওয়া হল কান । এম ভারত নিউজ

বিধানসভা নির্বাচনের পরেও রাজনৈতিক হিংসা অব্যাহত দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে। এবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠল তৃণমূল নেতার উপর হামলা করার। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের মন্দির তলা বাজার এলাকার ঘটনা এটি। স্থানীয় সূত্রে খবর, মন্দিরতলা বাজারে বিজেপির পার্টি অফিসের পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন মনোরঞ্জন দাস […]

Subscribe US Now

error: Content Protected