বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে ঘোষণা করা হলো নির্ধারিত সময়ে তৈরি করা হবে রাম মন্দির । আগামী ৩৬ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে রাম মন্দির । বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট চম্পত রাই শনিবার নিজের বক্তব্যের মাধ্যমে এমনটাই জানিয়েছেন।
কানপুরের একটি সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট চম্পত রাই । সেখানেই তিনি সাংবাদিকদের সামনে বলেন আগামী ৩৬ মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে উত্তরপ্রদেশের রাম মন্দির । তিনি বলেছেন, রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে হয়ত আরও দু-এক মাস বেশি লাগলেও লাগতে পারে তবে তার থেকে বেশি সময় লাগার কথা নয়।
বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট এদিন তার বক্তব্যের মধ্যে এও বলেন – রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে শুধুমাত্র হিন্দুরাই নয় পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরাও অনেক সহায়তা করেছেন। পাশাপাশি তিনি রাজস্থানের সরকারের কাছে অনুরোধ জানান পাথর রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। বর্তমানে ভরতপুর পাথর খনি থেকে পাথর নিয়ে এসে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হচ্ছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত তহবিলে দেড় হাজার কোটি টাকারও বেশি জমা পড়েছে।