0
0
Read Time:1 Minute, 17 Second
হুগলির বাসিন্দা অভিষেক চৌধুরী। সোমবার ভোররাতে বাড়ি থেকে উদ্ধার হয় অভিষেকের ঝুলন্ত দেহ। জানা যায়, ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্থানীয় ক্লাবের কর্মকর্তা কুনাল সরকার তার আত্মহত্যার জন্য দায়ী। বিজেপি করার জন্য তাঁকে দিনের পর দিন হুমকি দেওয়া হচ্ছিল, সেই কারণেই আত্মঘাতী হওয়া ছাড়া তাঁর কাছে আর কোন উপায় নেই। সোমবার সকালে অভিষেক চৌধুরীর ঝুলন্ত দেহ তার পরিবার উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে অভিষেকের ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই স্থানীয় বিজেপি কর্মীরা ব্যান্ডেল মোড় অবরোধ করে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়।