২৪ শে নভেম্বর ফুটবল বিশ্বকাপের পঞ্চম দিনে পর্তুগাল, ব্রাজিলের এক অসাধারণ খেলা দেখেছে গোটা বিশ্ব। পঞ্চম দিনের তৃতীয় ম্যাচে ঘানা কে ৩-২ গোলে পরাজিত করে পর্তুগাল। এই ম্যাচেই গোল করে রেকর্ড করে রোনাল্ডো, তিনি বিশ্বের একমাত্র ফুটবলার যিনি পাঁচটা বিশ্বকাপে গোল করেছে। পঞ্চম দিনের চতুর্থ ম্যাচে ব্রাজিলের এক অসাধারণ সুন্দর খেলার সাক্ষী থাকে গোটা বিশ্ব। সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল।
ভারতীয় সময় ৩টা ৩০ মিনিটে বিশ্বকাপের ষষ্ঠ দিনের প্রথম ম্যাচে খেলতে নেমেছে ওয়েলস। ওয়েলসের প্রতিপক্ষ ইরান। ম্যাচের শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে ইরানের কাছে দুটি গোল খেয়ে ২-০ গোলে পরাজিত হয় ওয়েলস।
ষষ্ঠ দিনের দ্বিতীয় ম্যাচে ভারতীয় সময় ৬টা ৩০ মিনিটে মাঠে নামতে চলেছে কাতার। কাতারের প্রতিপক্ষ সেনেগাল।
ষষ্ঠ দিনের তৃতীয় ম্যাচে ভারতীয় সময় ৯টা ৩০ মিনিটে খেলতে নামতে চলেছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের প্রতিপক্ষ ইকুয়েডর।
ষষ্ঠ দিনের চতুর্থ ম্যাচে ভারতীয় সময় ১২টা ৩০ মিনিটে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। এই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে ফুটবলের নেটিজেনরা।