1
0
Read Time:1 Minute, 21 Second
শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আর মাত্র আট দিন পরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।তার আগেই মঙ্গলবার নবান্ন থেকে ভার্চুয়ালি উত্তরবঙ্গের জেলাগুলির পুজোর উদ্বোধন করলেন। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহে একাধিক ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। এই প্রথম জেলার পুজোর উদ্বোধন করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এতদিন কেবল কলকাতার ক্লাবগুলির পুজো উদ্বোধন করতেন তিনি। এদিকে
পুজো বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। যদিও মহামারী আইন মেনেই দুর্গাপুজো করার অনুমতি দেওয়া হয়েছে। উৎসবে ভিড় বাড়বে তাতে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে দাবি করেই হাইকোর্টে পুজো বন্ধের দাবিতে মামলা করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।