বিধংসী আগুন লাগল হাওড়ার রেস্তোরাঁয় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 1 Second

নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ

শনিবার বিধ্বংসী আগুন লাগল ১৬ নং জাতীয় সড়ক লাগোয়া হাওড়ার ডোমজুড় থানার অঙ্কুরহাটি পোষ্ট এলাকার একটি রেষ্টুরেন্টে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারা যায়, আগুন লাগার মুহূর্তের মধ্যেই পুড়ে ছারখার হয়ে যায়, দোকানের ভিতর সমস্ত অংশ।বোম্বে রোড লাগোয়া জনবহুল এলাকায় সাত সকালে,এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রেস্তোরাঁয় আগুন লেগে পুড়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। তবে ঘন সন্নিবিষ্ট অবস্থায় বাড়ি গুলির অবস্থান থাকার কারণে, রেস্তোরাঁতে আগুন লাগার কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এলাকার মানুষজন। তবে দ্রুত তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করায় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা গেছে পার্শ্ববর্তী বাড়ি গুলিকে।

যদিও এই অগ্নিসংযোগের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। চেক পোস্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতাতেই আগুন নেভানো সম্ভব হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি এটি একটি ফাষ্টফুডের দোকান। দোকানটিতে বিরিয়ানী তৈরির সময় গ্যাস ওভেন থেকে অগ্নিসংযোগের ফলে মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে দোকানে থাকা আসবাবপত্রে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

খুচরো ব্যবসায়ীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্র । এম ভারত নিউজ

খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের ছোট শিল্পের তকমা দেওয়া হল কেন্দ্র সরকারের তরফে। টুইট করে এই কথা ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর টুইটারে লেখেন, “আমাদের সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট এসএসএমইর অন্তর্ভুক্ত করা […]
business_12

Subscribe US Now

error: Content Protected