0
0
Read Time:1 Minute, 15 Second
দীর্ঘ ছ’মাস পর খুলল শাহজাহান–মুমতাজের প্রেমের আঙিনার দরজা। সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল
বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল। খুলল আগ্রা ফোর্ট। প্রসঙ্গত ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা। তবে দেশে করোনার চোখ রাঙানি এখনও কমেনি। আর তাই করোনাবিধি মানতে হবে পর্যটকদের। মানতে হবে সবরকম স্বাস্থ্যবিধি, এমনটাই নির্দেশ কেন্দ্রের। সেক্ষেত্রে প্রতিদিন মাত্র পাঁচ হাজার পর্যটককে ঢুকতে দেওয়া হবে। দুপুর ২টোর আগে যাবেন আড়াই হাজার এবং ২টোর পর থেকে বাকি সময় যাবেন আরও আড়াই হাজার পর্যটক। তবে প্রথম দিনেই যিনি তাজমহলে পা রাখলেন তিনি ভারতীয় নন, তিনি তাইওয়ানের এক পর্যটক। অপরদিকে তাজমহলের দরজা খোলায় তাজমহল লাগোয়া দোকানগুলির মালিকেরা ফের ব্যবসার মুখ দেখতে পাবেন বলে আশা করছেন।