মাদক মামলায় বলিউড অভিনেতা অর্জুন রামপালকে সমন পাঠাল এনসিবি। সোমবার সকালে মুম্বইয়ের অভিনেতার বাড়ির চত্বরে তল্লাশি চালানো হয়। ১১ নভেম্বর তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা।ইতিমধ্যেই তাঁর বৈদ্যুতিন গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে।

গত মাসে অর্জুনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিলাওসকে লোনাভালা থেকে গ্রেফতার করেছিল এনসিবি। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অ্যাগিসিলাওসের কাছে একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় যে মাদকচক্রের হদিশ মিলেছে, তার সঙ্গেও অ্যাগিসিলাওসের যোগ ছিল বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়। তবে শুক্রবার শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও অপর একটি মাদক মামলায় তাঁকে ফের গ্রেফতার করা হয়। অন্যদিকে রবিবার মাদক মামলায় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে গ্রেফতার করে এনসিবি।