পাখির চোখ একুশের নির্বাচন। বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনার পারদ। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর সেই পারদ আরও বেড়েছে পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার জেলার এগরা এলাকার তেলামি থেকে সাহারা পর্যন্ত একটি বিজেপির মিছিলের আয়োজন করা হয়। এরপর আর.কে হাই স্কুল ময়দানে এক জনসভায় আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী, স্বদেশ রঞ্জন নায়ক সহ একাধিক বিজেপি নেতৃত্ব।

এদিন মিছিল শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক ইস্যুতে তোপ দাগলেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, চারিদিকে তাসের ঘরের মতো যখন ভেঙে যাচ্ছে তৃণমূল, তখন ওরা স্বপ্ন দেখছে। আগামী দিনে তৃণমূলের কোনো অস্তিত্বই থাকবে না এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। উল্লেখ্য, এদিনই নন্দীগ্রামে গিয়ে তৃণমূল নেতা সুব্রত বক্সী বলেন, বাংলায় কখনো পদ্ম ফুটবে না। অন্যদিকে অধিকারী পরিবারের বিজেপিতে যোগদান প্রসঙ্গে ভারতী বলেন, আস্তে আস্তে তৃণমূলের সব নেতারাই যোগাযোগ করছেন।