Read Time:1 Minute, 11 Second
প্রাক্তন সিবিআই ডিরেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার। বুধবার রাতে সিমলায় নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় অশ্বিনী কুমারের দেহ উদ্ধার হয়। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন অশ্বিনী কুমার।

২০০৬ সালের অগাস্ট থেকে ২০০৮ সাল পর্যন্ত হিমাচল প্রদেশের ডিজিপি ছিলেন তিনি। এরপর সিবিআই প্রধান নিযুক্ত হন। এই পদে ২০০৮ থেকে ২০১০-এর ৩০ নভেম্বর পর্যন্ত ছিলেন অশ্বিনী কুমার। এরপর তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত এই পদে থাকাকালে সংক্ষিপ্ত সময়ের জন্য মণিপুরের রাজ্যপাল হিসেবেও কাজ করেছিলেন।
