Read Time:1 Minute, 24 Second

জঙ্গি দমন বড়সড় সাফল্য পেল সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ। রবিবার বিকেলে শ্রীনগরে কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে খতম হয় কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সইফুল্লাহ মির ওরফে গাজি হায়দর। সেইসঙ্গে হেফাজতে নেওয়া হয়েছে আরও এক সন্ত্রাসবাদীকে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন বিকেলে রংগরেথ এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সইফুল্লা-সহ জনা চারেক জঙ্গি যে বাড়িতে লুকিয়েছিল যৌথবাহিনী সেটি ঘিরে ফেলে তাদের আত্মসমর্পণ করতে বলে। এরপরই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলিতেই জবাব দেয় সেনাবাহিনী। চলতি বছরের মে মাসে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকুর মৃত্যুর পর উপত্যকায় সংগঠনের দায়িত্ব পায় সইফুল্লা। সংগঠনের অন্দরে সইফুল্লা পরিচিত ছিল ‘ডক্টর সাব’ নামে।
