ভারতে ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। অথচ তৃতীয় ডোজ তৈরির অনুমোদন পেল না সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে সেরাম ইনস্টিটিউটের তৃতীয় ডোজ নির্মাণের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে । করোনাকালীন দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ইনস্টিটিউট। তবে ওমিক্রণ সংক্রমণ বাড়তে শুরু করলেও তৃতীয় ডোজের নির্মাণের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রসঙ্গে সেরাম ইনস্টিটিউটের কর্তাকে অতিরিক্ত তথ্য জমা দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্র সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, গত একমাসে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ গুলোতে ওমিক্রনের প্রভাব বাড়তে শুরু করেছে। সেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে ভারতেও । আর সেই কারণেই চলতি মাসেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জমা দেয় সেরাম ইনস্টিটিউট। মূলত করোনাকালীন পরিস্থিতিকে আগাম মোকাবেলা করার জন্য তৈরি হওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন টিকা নির্মাতা সংস্থার কর্তা। তবে ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে একটি বৈঠকের পরই এই আবেদন খারিজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও তৃতীয় ডোজের প্রয়োজনীয়তা এবং কার্যকরীতার বিষয়ে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উক্ত প্রতিষ্ঠানকে।