ক্রীড়া অনুগামীদের জন্য সুখবর নিয়ে এলো ক্রীড়ামন্ত্রকের এই বিশেষ ঘোষণা। ক্রীড়ামন্ত্রী তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী দিনে যেকোনো আউটডোর ইভেন্টের ক্ষেত্রে ১০০ শতাংশ দর্শক সমাগমের বিষয়টি মাথায় রেখেই আয়োজন করতে পারবেন আয়োজকরা । খুব সম্ভবত আগত আইপিএল টুর্ণামেন্টে ইডেন গার্ডেনে বসেই সকল দর্শকরাই নিজ নিজ দলের জন্য গলা ফাটাতে পারবেন বলেই আশাবাদী সকলে। কেন্দ্রের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রকের এসওপি’র সাম্প্রতিকতম সংশোধনীতে উল্লেখ করা হয়েছে বিষয়গুলি।
করোনা আবহের কারণে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত স্টেডিয়ামগুলি । যদিও পরবর্তীতে স্টেডিয়াম গুলি ধীরে ধীরে কেবলমাত্র খেলোয়াড়দের অনুশীলনের জন্য খুলে দেওয়া হয়। তবে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে আগামী দিনে ১০০ শতাংশ অকুপেন্সি নিয়ে খোলা হবে স্টেডিয়াম । এই ঘোষণার ফলে সবচেয়ে বেশি উপকৃত হতে পারে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা শুটিং বিশ্বকাপ এবং আইপিএল আয়োজকরা। স্বরাষ্ট্রমন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে যথেষ্ট পর্যালোচনা করে তবেই এই সিদ্ধান্তে সীলমোহর বসানো হয়েছে বলে জানা যাচ্ছে ।কোভিড বিধি মেনে তবেই গ্যালারিতে দর্শকের ভিড় নিয়ন্ত্রণ করতে হবে আয়োজকদের। পাশাপাশি প্রবেশপথ এবং বাহির পথে সিসিটিভি মনিটরিং আবশ্যক করা হয়েছে বলে জানা যাচ্ছে।