1
0
Read Time:1 Minute, 16 Second
বাজারে সবজির দাম বাড়ল অনেকটা। দাম বেড়ে খোলা বাজারে জ্যোতি আলুর দাম হলো প্রতি কিলো দড়ে ৩৪-৩৫ টাকা, চন্দ্রমুখী আলু ৩৮-৪০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা , আদা ১২০ টাকা , কুমড়ো ৩০ টাকা , উচ্ছে ৬০ টাকা , পটল – ৫০-৮০ টাকা , ঢেঁড়স – ৫০-৭০ টাকা বেগুন – ৫০-৬০ টাকা , টমেটো ৬০-৮০ টাকা , লঙ্কা ১৫০-২০০ টাকা, গাজর ৬০ টাকা , বাঁধাকপি – ৪০-৫০ ও ফুলকপি প্রতি পিস ৩০ টাকা। দাম বেড়ে গেল মাছ-মাংসেরও। মাছের মধ্যে প্রতি কেজি রুই (গোটা) ২০০ টাকা, রুই (কাটা) ২০০-২২০ টাকা, কাতলা (গোটা) ২৫০ টাকা, কাতলা (কাটা) ৩০০-৩৫০টাকা, বাটা-১৮০টাকা, ভেটকি ৩৫০-৫০০ টাকা, গলদা চিংড়ি ৮০০ টাকা আর বাগদা ৮০০-১০০০ টাকা; মাংসের মধ্যে মুরগি –১৪০- ১৮০ টাকা কিলো ও পাঁঠা – ৭০০-৭২০ টাকা প্রতি কিলো হল।জিনিসপত্রের এই আগুন দামে মাথায়ে হাত পড়ল পাইকারী বিক্রেতারও আর বিভ্রান্তিতে পড়লো সাধারন মানুষ।